ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সাংবিধানিক নিষেধাজ্ঞা সত্ত্বেও মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হতে পারেন সু চি

প্রকাশিত : ১৮:১০, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:১০, ৮ ফেব্রুয়ারি ২০১৬

myanmarসাংবিধানিক নিষেধাজ্ঞা সত্ত্বেও মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হতে পারেন এনএলডি প্রধান অং সান সু চি।- এমন ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার নিয়ন্ত্রিত দুটি টেলিভিশন চ্যানেল। স্কাই নেট ও মিয়ানমার ন্যাশনাল টেলিভিশনে আলাদা আলাদাভাবে একই ধরনের খবর প্রচার করা হয়। এতে সংবিধানের সংশ্লিষ্ট ধারা বাতিলের ব্যাপারে সু চি ও বর্তমান সেনা প্রধান মিন অং লেংয়ের মধ্যে চলমান সমঝোতা প্রক্রিয়া থেকে ইতিবাচক ফলাফল আসতে পারে বলে আভাস দেয়া হয়। এদিকে আজ থেকে শুরু হয়েছে পালামেন্টের দুই কক্ষের অধিবেশন। সুচির প্রেসিডেন্ট হওয়া নিয়ে সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন এনএলডির এক শীর্ষ নেতা। আগামী ১৭ই মার্চ প্রেসিডেন্ট পদের জন্য তিন মনোনিত প্রার্থী নাম ঘোষণা করা হবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি