ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দক্ষিণ আফ্রিকাকে ৩৬ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১৩:০০, ১২ জুন ২০১৬ | আপডেট: ১৩:০০, ১২ জুন ২০১৬

ত্রিদেশীয় সিরিজে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ৩৬ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্টিভেন স্মিথের দল। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে অজিরা। দলের পক্ষে সর্বোচ্চ ১০৯ রান করেন ডেভিড ওয়ার্নার। ২টি ছয় ও ১১টি চার আসে তাঁর ইনিংস থেকে। আর উসমান খাজা ৫৯ ও স্মিথ অপরাজিত থেকে করেন ৫২ রান। জবাবে ব্যাট করতে নেমে ২৫২ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে হাশিম আমলা করেন ৬০ ও ফাফ ডু প্লেসিস করেন ৬৩ রান। এছাড়া অজিদের মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পিয়া নেন ৩টি করে উইকেট।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি