ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

অনিয়ম আর লুটপাটের শিকার হয়ে সরকারী ব্যাংকগুলো ধ্বংসের মুখে: কাজী ফিরোজ

প্রকাশিত : ১৩:৪৫, ১২ জুন ২০১৬ | আপডেট: ১৩:৪৫, ১২ জুন ২০১৬

অনিয়ম আর লুটপাটের শিকার হয়ে সরকারী ব্যাংকগুলো ধ্বংসের মুখে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ। সকালে সংসদের অধিবেশনে বাজেটের উপর সাধারন আলোচনায় তিনি এ মন্তব্য করেন।  আর্থিক প্রতিষ্ঠানগুলোর চল্লিশ হাজার কোটি টাকার লোপাটের বিচার জনগন আজো পায়নি অভিযোগ করে ফিরোজ রশীদ আরো বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে রাজস্ব আহরণ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এসময় সরকার দলের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, দেশকে সাবলম্বী করার জন্যই রাজস্বের আকার বড় করা হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি