আশঙ্কাজনক হারে বাড়ছে বজ্রপাতে নিহতের সংখ্যা
প্রকাশিত : ১৩:২১, ১১ মে ২০১৮
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা। গবেষণায় দেখা গেছে, গত নয় বছরে প্রাণ হারিয়েছে দুই হাজারের বেশি মানুষ। আর চলতি মাসেই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতাই হতে পারে বজ্রপাতে মৃত্যুর হার কমানোর একমাত্র হাতিয়ার। বিকট গর্জন আর আকাশ বিদীর্ন করা আলোর ঝলকানিতে বজ্রপাত প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। তবে বর্তমানে তা পরিণত হয়েছে আতঙ্কে। সাম্প্রতিক সময়ে দেশে সবচেয়ে বেশি প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে বজ্রপাত।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী তাপমাত্রা বেড়ে যাওয়া, জলবায়ু পরিবর্তন এবং গাছপালা কমে যাওয়ায় বাড়ছে বজ্রপাতের সংখ্যা। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম এ ফারুকের নেতৃত্বে পরিচালিক এক গবেষণায় জানা গেছে, ২০১০ থেকে ২০১৮ সালের ১০মে পর্যন্ত বজ্রপাতে সারাদেশে ২ হাজার ১শ’ ৬ জন মারা গেছে। সবচেয়ে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। মে মাসকে বজ্রপাতে ঝুঁকিপূর্ণ সময় হিসেবে দেখানো হয়েছে গবেষণায়।
আবহাওয়া বিশেষজ্ঞ বলছেন, কখন কোথায় বজ্রপাত হবে তার নিশ্চয়তা নেই। দেশের ৬৪টি জেলাতেই বজ্রঝুঁকি রয়েছে। প্রাণহানি কমাতে সচেতনতাই একমাত্র অবলম্বন। বজ্রপাত ঠেকাতে পরিবেশ রক্ষায় সবার উদ্যোগী হওয়া জরুরি বলে জানান আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ।
একে//
আরও পড়ুন