ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

তরুণ ভোটাররাই আগামী নির্বাচনে জয়ের হাতিয়ার: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০১, ১১ মে ২০১৮ | আপডেট: ২৩:০১, ১১ মে ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ের প্রধান হাতিয়ার তরুণদের সংগঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে তরুণ ভোটাররাই হবে আওয়ামী লীগের জয়ের অন্যতম প্রধান হাতিয়ার। সেই ভোটারদের সংগঠিত করার কাজ পড়বে ছাত্রলীগের উপর। এই দায়িত্ব তোমাদের পালন করতে হবে। তোমরা প্রস্তুত? এগিয়ে যেতে হবে রাজনীতির মহাসড়কে।

তিনি আরও বলেন, সততা, মেধা, সাহস নিয়ে রাজনীতিতে এগিয়ে যেতে হবে। এটাই হলো ছাত্রলীগের মডেল। এটাই নতুন মডেল। সততা, মেধা সাহসের সমন্বয়ে ছাত্রলীগের নতুন নেতৃত্ব, নতুন আশার মালা গেঁথে মুক্তিযুদ্ধের চেতনার নবযাত্রার সূচনা।

কেআই/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি