ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটের ইউ.পি চেয়ারম্যান হত্যায় জড়িত ২ব্যাক্তির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রকাশিত : ১১:৪২, ১৩ জুন ২০১৬ | আপডেট: ১১:৪২, ১৩ জুন ২০১৬

জয়পুরহাট সদরের ভাদশা ইউনিয়নের চেয়ারম্যান এ কে আজাদ হত্যার সাথে জড়িত দুই ব্যাক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা হলো জয়পুরহাট সদরের ভগবানপুর গ্রামের সৈকত হোসেন ও একই উপজেলার উত্তরকান্দি গ্রামের আব্দুল হাকিম। পুলিশ জানায়, গেলো ৪জুন রাত ১০টার দিকে আজাদকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে দুর্ব্ধৃসঢ়;ত্তরা। চিকিৎসাধীন অবস্থায় ৮দিন পর ১২ জুন ভোরে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে সদর থানায় মামলা করে। গেলো শনিবার মধ্যরাতে ভাদসা এলাকা থেকে পুলিশ দুই আসামিকে গ্রেফতার করে আদালতে হাজির করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি