ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি ভারত ও শ্রীলংকা

প্রকাশিত : ১৯:৩৭, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:৩৭, ৮ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

india sl preঅনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি হবে ভারত ও শ্রীলংকা। মিরপুর স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সকাল ৯টায়। ফাইনালে যাওয়ার লড়াইয়ে নিজেদের উজাড় করে দিতে আত্মবিশ্বাসী দুই দলই। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারত দলের অধিনায়ক ইষান কিষান জানান, আগের ম্যাচগুলোর ধারাবাহিকতা সেমিতেও অব্যহত রাখতে প্রত্যয়ী তার দল। এই সময় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় দাবী করেন শ্রীলংকা শক্তিশালী হলেও ভারতীয় দল অনেক বেশী ব্যালান্সড। এদিকে, শ্রীলংকা দলের অধিনায়ক চ্যারিথ আসালংকা নিজ দলের স্পিন ডিপার্টমেন্টকে শক্তিশালী উল্লেখ করে সাফল্যের ব্যাপারে বেশ আশাবাদী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি