ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

নাইটিংগেল মেডিকেল কলেজের কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশে শক্ষিার্থীদের প্রতিবার

প্রকাশিত : ১১:৫১, ১৩ জুন ২০১৬ | আপডেট: ১১:৫১, ১৩ জুন ২০১৬

মেডিকেল কলেজ পরিচালনার অনিয়ম দুর্নীতি ও নীতিমালা ভঙ্গ করায় আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজের কার্যক্রম সাময়িকভাবে বন্ধে স্বাস্থ্যমন্ত্রীর দেয়া নির্দেশের প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। এর প্রতিবাদে গত সোমবার রাতে নাইটিংগেল মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাংচুর চালায় শিক্ষার্থীরা। নূর ইমাম মেহেদী নামের এক প্রশাসনিক কমকর্তাকে মারপিট করে অবরুদ্ধ করে রাখে। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন ও মেডিকেল কলেজের নানা সমস্যার কথা তুলে ধরে সরকারের কাছে এর সমাধানের দাবি জানিয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি