ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফ্লোরিডায় সমকামীদের নাইটক্লাবে বন্দুকধারীর হামলা ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হত্যাকান্ডঃ ওবামা

প্রকাশিত : ১২:০৮, ১৩ জুন ২০১৬ | আপডেট: ১৩:০৬, ১৩ জুন ২০১৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুকধারীর হামলা ও হতাহতের ঘটনায় আইএস দায় স্বীকার করলেও এখনো জঙ্গি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি এফবিআই। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই হামলা সন্ত্রাসী ঘটনা উল্লেখ করে মার্কিনীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে হামলার ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতারা। ফ্লোরিডায় সমকামীদের নাইটক্লাবে হামলা নতুন করে নাড়া দিলো পুরো বিশ্বকে। আতংক আর শোকের সঙ্গে বিষ্মিত-ক্ষুদ্ধ যুক্তরাষ্ট্রবাসী। হোয়াইট হাউস থেকে শুরু করে পুরো দেশেই নানা কর্মসূচিতে নিহতদের স্মরণ করা হচ্ছে। কালো রং এ ঢেকে দেয়া হয়েছে বড় বড় স্থাপনা। এ ঘটনাকে এরইমধ্যে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। হামলার দায় স্বীকার করেছে আইএস। তবে তদন্ত কর্মকর্তারা বলছেন, মূল হোতা নিহত আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিন উগ্রবাদী ইসলামী চিন্তাধারায় অনুপ্রাণিত ছিলেন। তার সঙ্গে আইএস বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা, তা পরিস্কার নয়। সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীর বাবা মীর সিদ্দিক জানান, ধর্ম নয় সমকামী-বিরোধী মনোভাব থেকেই উদ্বুদ্ধ হয়ে থাকতে পারে মতিন। অন্যদিকে তার প্রাক্তন স্ত্রীর দাবি, মতিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। এদিকে এই হামলাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ উল্লেখ করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন তিনি। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাজ্যের রানী এলিজাবেথ, অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি