ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

২সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবি রিজভীর

প্রকাশিত : ১৫:২৬, ১৩ জুন ২০১৬ | আপডেট: ১৫:২৬, ১৩ জুন ২০১৬

Ekushey Television Ltd.

জনমনে আতংক হিসেবে দেশব্যাপী দুই হাজারেরও বেশি বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী। তিনি অভিযোগ করেছেন সরকার এখন পর্যন্ত কোনো জঙ্গিকে তারা চিহ্নিত করতে পারেনি। রমজান মাসে সারাদেশে অনেক সাধারণ মানুষকে গ্রেপ্তার করে চাঁদাবাজি করছে পুলিশ এমন অভিযোগও তার। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে উর্দিপড়া ক্রিমিনাল বাহিনীতে পরিণত করেছে বলেও দাবি করেন রিজভী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি