ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনির জামিন মঞ্জুর

প্রকাশিত : ১৯:৩৮, ১৩ জুন ২০১৬ | আপডেট: ১৯:৩৮, ১৩ জুন ২০১৬

Ekushey Television Ltd.

অস্ত্র আইনে করা মামলায় হাইকোর্ট থেকে ছয়মাসের জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণি। বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রণির অন্তবর্তকালীন জামিন মঞ্জুর করেন। গেল ২৫শে মে দুই বছরের কারাদন্ডের বিরুদ্ধে করা আপিল মামলায় রণিকে জামিন দেয় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। তবে অস্ত্র মামলায় জামিন নামঞ্জুর করেন। পরে রণির পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন জানানো হয় গেল ৭ই মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাটহাজারী উপজেলার মির্জাপুর থেকে রণিকে আটক করা হয়। এরপর প্রভাব বিস্তারের অভিযোগে দুই বছরের কারাদন্ড ও অস্ত্র আইনে মামলা দেন নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি