ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে চেয়ারম্যান আজাদ হত্যা মামলার ২ আসামি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশিত : ১০:৫৩, ১৪ জুন ২০১৬ | আপডেট: ১০:৫৩, ১৪ জুন ২০১৬

জয়পুরহাটের ভাদসা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আজাদ হত্যা মামলার ২ আসামি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আহত হয়েছে ওসিসহ ৩ পুলিশ সদস্য । মঙ্গলবার ভোরে ভাদসা ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সম্প্রতি নিহত ইউপি চেয়ারম্যান এ কে আজাদের বাড়িতে হামলা করতে একদল সন্ত্রাসী গোপালপুর গ্রামের মাঠে জড়ো হচ্ছে, এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের টহল দলকে লক্ষ্য করে গুলি করে । আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছ্ধুসঢ়;্ধসঢ়;ঁড়লে ঘটনাস্থলেই মারা যায় ২ সন্ত্রাসী। পরে ঘটনাস্থল থেকে ১টি পিস্থল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিনসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি