ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কেরানীগঞ্জের শিশু আব্দুল্লাহ হত্যার মূল সন্দেহভাজন মোতাহার হোসের র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশিত : ১৮:৫১, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:৫১, ৮ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

ঢাকার কেরানীগঞ্জের শিশু আব্দুল্লাহ হত্যার মূল সন্দেহভাজন মোতাহার হোসের র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন। রোববার গভীর রাতে চিতাখোলা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‌্যাব। এদিকে, এখনও শোকের মাতম থামেনি আব্দুল্লাহর বাড়িতে। সন্তানহারা এই মায়ের কান্না যেন থামছেই না। ছেলের মুখটা স্মৃতিপটে ভেসে আসতেই ডুকরে কেঁদে উঠছেন তিনি। ২৯ জানুয়ারী দুপুরে রোহিতপুরের নিজ বাড়ি থেকে মাকে বলে খেলতে বের হয় আব্দুল্লাহ। তারপর নিকটাত্মীয় দাদা মোতাহারের অপহরন নাটক টানা চারদিন। ২রা ফেব্রুয়ারী সেই মোতাহারের বাড়ি থেকেই উদ্ধার করা হয় আব্দুল্লাহর গলিত লাশ। তারপর থেকেই পলাতক মোতাহার ধরা পরে র‌্যাবের নিয়মিত টহলে। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের সাথে জড়িত বাকিদের খোঁজে চলছে তল্লাশী অভিযান, জানালেন এই র‌্যাব অধিনায়ক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি