গুপ্ত হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে লাঠি-বাঁশি’র ডিফেন্স পার্টি গঠন
প্রকাশিত : ১০:১৬, ১৫ জুন ২০১৬ | আপডেট: ১০:১৬, ১৫ জুন ২০১৬
গুপ্ত হত্যাসহ সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে মাগুরা এবং চুয়াডাঙ্গায় গ্রাম ও পাড়া-মহল্লায় গঠন করা হয়েছে লাঠি-বাঁশি’র ডিফেন্স পার্টি। জেলা পুলিশের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতাসহ সব শ্রেণি-পেশার মানুষকে ডিফেন্স পার্টির সদস্য করা হয়েছে।
সবার হাতে লাঠি আর মুখে বাঁশি। সন্ত্রাস প্রতিরোধে সোচ্চার গ্রামের সব নারী-পুরুষ।
দেশের কয়েকটি স্থানে গুপ্ত হত্যার ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের আতংক ও ভয় দূর করতে মাগুরা পুলিশ জনগণকে নিয়ে গঠন করে ডিফেন্স পার্টি। জেলা সদরের বেশ কিছু গ্রামে তাদের হাতে তুলে দেয়া হয় বাঁশি আর লাঠি। এই বাহিনীর সদস্য হয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ সব শ্রেণি-পেশার মানুষ।
পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ।
সন্ত্রাস প্রতিরোধে এক সপ্তাহের মধ্যে জেলার প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় বাহিনী গঠন করা হবে বলে জানায় পুলিশ।
এদিকে ‘হিন্দু মুসলিম ভাই ভাই, জাতিগত বিভেদ নাই’ শ্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় গ্রাম প্রতিরক্ষা দলের কার্যক্রম উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুলিশের এ উদ্যোগকে প্রশংসনীয় বলছেন স্থানীয়রা।
আরও পড়ুন