ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

এস এ গেমসের চতুর্থ দিনেও বাংলাদেশের মহিলা অ্যাথলিটদের জয় জয়কার অব্যহত

প্রকাশিত : ২০:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬

sa gamesএস এ গেমসের চতুর্থ দিনেও বাংলাদেশের পদক অর্জনের ক্ষেত্রে মহিলা অ্যাথলিটদের জয় জয়কার অব্যহত রয়েছে । মহিলাদের হাত ধরে এদিন পদকের ঝুলিতে বাংলাদেশ দুটি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক অর্জন করে । রৌপ্য পদক দুটি আসে আর্চ্যারি থেকে । আর্চ্যারির কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে রুপা জেতেন বাংলাদেশের মেয়েরা । এই ইভেন্টে ভারত সোনা ও শ্রীলংকা রুপা জেতে । তীর ধনুকের কম্পাউন্ড মিক্সড দলগত ইভেন্টেও রুপা জয় করে বাংলাদেশ দল । যথারীতি ভারত সোনা ও শ্রীলংকা পায় ব্রোঞ্জ পদক । মহিলা ভারোত্তলনে ৭৫ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক পেয়েছেন বাংলাদেশের ফিরোজা পারভীন । স্ন্যাচ ও জার্ক মিলিয়ে মোট ১৪৮ কেজি ওজন তোলেন তিনি ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি