ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রিটিশ এমপি হত্যার ঘটনায় আটক টমাস মায়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের

প্রকাশিত : ১১:৩৯, ১৮ জুন ২০১৬ | আপডেট: ১১:৩৯, ১৮ জুন ২০১৬

ব্রিটিশ লেবার দলীয় এমপি জো কক্স হত্যার ঘটনায় আটক টমাস মায়ারের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র জমা দিয়েছে পুলিশ। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির পশ্চিম ইয়র্কশায়ারের পুলিশ বিভাগ। আজ তাকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে। জো কক্স হত্যার কারণ এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের ধারণা, হত্যাকারী চরম ডানপন্থী মতবাদে উদ্বুদ্ধ ছিল। প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, হামলার আগে ওই ব্যক্তি ‘ব্রিটেন ফার্স্ট’ বলে চিৎকার করেন। এছাড়া অভিযুক্ত টমাস মায়ারের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। সে দেশের  সময় গেলেঅ বৃহস্পতিবার পশ্চিম ইয়র্কশায়ারে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় ৪১ বছর বয়সী জো কক্সকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি