ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহ্বান- তথ্যমন্ত্রীর

প্রকাশিত : ২০:৫৮, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:৫৮, ৮ ফেব্রুয়ারি ২০১৬

inuতথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিকেলে রাজধানীর উত্তরায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি এই আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, দেশে এখন যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গি দমন ও উন্নয়নের যুদ্ধ চলছে। এই যুদ্ধে আমাদের জিততে হবে। বিশ্ববিদ্যালয়গুলো যাতে জঙ্গি তৈরির কারখানা না হয়, সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি