ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ভারতকে ২ রানে হারিয়েছে জিম্বাবুয়ে

প্রকাশিত : ১৪:১৩, ১৯ জুন ২০১৬ | আপডেট: ১৪:১৩, ১৯ জুন ২০১৬

তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ২ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে চিগুম্বুরার অপরাজিত ঝড়ো হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৭০ রানের ফাইটিং স্কোর গড়ে জিম্বাবুয়ে। মাত্র ২৬ বলে ১ চার ও ৭ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন চিগুম্বুরা। অবশ্য ১৫ বলে ২৫ রান করে শুরুটা করেছিলেন মাসাকাদজাই। ওয়ালার ৩০, চিবাবা ও রাজা ২০ রান করে করলে ৬ উইকেটে ১৭০ রানের ফাইটিং স্কোর পায় স্বাগতিকরা। জবাবে ১৬৮ রানেই থামে ভারতের ইনিংস। শেষ বলে ৩ রান প্রয়োজন থাকলেও অধিনায়ক ধোনী ১ রানের বেশী নিতে পারেনি। ফলে ২ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় ভারতকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি