ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

রাজবাড়ীতে ঝোঁপের ভেতর থেকে একদিনের শিশু উদ্ধার

প্রকাশিত : ০৮:৫৯, ২০ জুন ২০১৬ | আপডেট: ০৮:৫৯, ২০ জুন ২০১৬

রাজবাড়ীতে ঝোঁপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে একদিনের একটি শিশুকে। পিঁপড়া আর পোকামাকড়ের কামড়ে অসুস্থ শিশুটিকে কোলে তুলে নিয়েছে নিঃসন্তান এক দম্পতি। শিশুটির নতুন অভিভাবককে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। জন্মের পরপরই এই শিশুটিকে ফেলে দেয়া হয় ঝোপের মধ্যে। পিঁপড়া আর পোকামাকড় ঘিরে ধরে তাকে। শিশুটিকে উদ্ধার করেন গোয়ালন্দের মাতবর পাড়া এলাকার বৃদ্ধা আন্না বেগম। পরে মেয়ে শিশুকে কোলে তুলে নেয় এলাকার নিঃসন্তান দম্পতি ছানোয়ার হোসেন ও সালমা বেগম। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু চিকিৎসক জানিয়েছেন, শিশুটি ঝুঁকিমুক্ত রয়েছে। কেউ খোঁজ না করায় শিশুটিকে গ্রহণকারীদের সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি