দেশীয় লেখকদের সাথে পাল্লা দিয়ে না হলেও বইমেলায় এসেছে প্রবাসী লেখকদের অনেক বই
প্রকাশিত : ২৩:২৩, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২৩:২৩, ৮ ফেব্রুয়ারি ২০১৬
দেশীয় লেখকদের সাথে পাল্লা দিয়ে না হলেও এবারও বইমেলায় এসেছে প্রবাসী লেখকদের অনেক বই। গল্প, উপন্যাস, কবিতার এসব বই কিনছেন পাঠকরা। এদিনও প্রায় শখানেক নতুন বই এসেছে মেলায়।
অমর একুশে গ্রন্থমেলা হলো বাংঙ্গালীর প্রাণের মেলা। তাই দেশের সীমানা পেরিয়ে ভিনদেশে যাদের দিন কাটে, তাদেরও লেখা অনেক বই এসেছে মেলায়।
অস্ট্রেলিয়া প্রবাসী নাহিদ রিজওয়ান, জীবিকার প্রয়োজনে স্বামীর সাথে থাকেন সেখানে। কিন্তু দেশের বাইরে থাকলেও নিজের লেখা উপন্যাস ”অপেক্ষার একদিন নিয়ে”- প্রাণের এ মেলায় সামিল হয়েছেন তিনি।
প্রবাস জীবন যে সবসময় সুখের নয়, তাও বলছেন দেশ ছেড়ে থাকা এ মানুষেরা।
তাদের লেখা বই কিনছেনও অনেকে। বই পড়ায় শিশুদের আগ্রহও একেবারে কম নয়।
এদিকে প্রেসক্লাবে মোড়ক উন্মোচন হয়েছে বিশিষ্ট বিজ্ঞান লেখক সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইব্রাহীমের আতœজীবনী। তাছাড়া মেলায় দৃষ্টি প্রতিবন্দীসহ ১ম থেকে ১০ম শ্রেনী প্রর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া বই এনেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই।
গল্প, উপন্যাস, কবিতা মিলিয়ে এদিন মেলায় এসেছে ৭৫টি নতুন বই।
আরও পড়ুন