ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গণতন্ত্রকামী মানুষের সঙ্গে থাকবে ভারত আশা প্রকাশ বিএনপির

প্রকাশিত : ১৭:৪৯, ২০ জুন ২০১৬ | আপডেট: ১৭:৪৯, ২০ জুন ২০১৬

সরকারকে প্রশয় না দিয়ে ভারত বাংলাদেশের ‘গণতন্ত্রকামী’ মানুষের সঙ্গে থাকবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি। সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জঙ্গি দমনে গণগ্রেপ্তারের প্রতিবাদে মহানগর বিএনপির সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, গুপ্ত হত্যা ও জঙ্গিবাদের উত্থান ঠেকাতে সরকার ব্যর্থ। এজন্য জনগণের দৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে সরকার গ্রেপ্তার অভিযান চালিয়েছে। জঙ্গি দমনে বাংলাদেশ সঠিক পথে আছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যেরও প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি