ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায়ের বিরুদ্ধেরাষ্ট্রপক্ষের আপিল

প্রকাশিত : ১৭:৫৭, ২০ জুন ২০১৬ | আপডেট: ১৭:৫৭, ২০ জুন ২০১৬

গাজীপুরের জনপ্রিয় শ্রমিক নেতা ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় হাইকোর্টের ১১ আসামিকে খালাস দেয়ার রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কাল অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে এ আপিলের শুনানি হতে পারে বলেও জানান তিনি। গত ১৫ জুন আহসান উল্লাহ মাস্টার হত্যার ডেথ রেফারেন্স ও আপিল মামলার রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ অন্য ৬ জনের ফাঁসির আদেশ বহাল রাখে হাইকোর্ট বেঞ্চ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি