ফ্রি ইন্টারনেট সার্ভিস নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার
প্রকাশিত : ২৩:২৮, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২৩:২৮, ৮ ফেব্রুয়ারি ২০১৬
ফ্রি ইন্টারনেট সার্ভিস নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। এরফলে ফেইস বুকসহ নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে ফ্রি প্রবেশের সুযোগ বন্ধ হয়ে গেলো।
দেশটির মোবাইল নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান- টিআরএআই জানায়, ফ্রি সার্ভিসের নামে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ কিছু ওয়েবসাইটকে সুবিধা দিতে। নেট নিউট্রালিটির মাধ্যমে এখন আর ভিন্ন ভিন্ন সেবার জন্য আলাদা করে অর্থ নিতে পারবে না কোনো প্রতিষ্ঠান। সব সেবার জন্য একই পরিমাণ অর্থ নির্ধারণ করা হয়েছে। আইন ভঙ্গকারীকারীকে একদিনে ৫০ হাজার রুপি জরিমানা করা হবে। তবে নতুন এ সিদ্ধান্তের কারণে ভেস্তে যেতে বসেছে ফেইসবুকের সঙ্গে ভারতীয় মোবাইল নেটওয়ার্ক কোম্পানির বেশ কয়েকটি পরিকল্পনা।
আরও পড়ুন