ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর ছবি বিকৃতি সাংসদের বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে

প্রকাশিত : ০০:০১, ৯ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ০০:০১, ৯ ফেব্রুয়ারি ২০১৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির অভিযোগে সরকার দলীয় সাংসদ এম এ লতিফের বিচারের দাবিতে চট্টগ্রামের সদরঘাটে মানববন্ধনকারীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন সরকারি সিটি কলেজের এক ছাত্রলীগ নেতা। পুলিশ জানায়, দুপুরে জাগ্রত ছাত্র যুব জনতা নামে একটি সংগঠন নগরীতে মানববন্ধন করে। মানববন্ধন শেষে ফেরার পথে সদরঘাটের ডিলাইট হোটেলের সামনে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ’সময় ছাত্রলীগ নেতা রাশেদ ছুরিকাঘাতে আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ সন্দেহভাজন দুইজনকে আটক করেছে। এদিকে, স্থানীয়রা ঘটনাটি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ বলে জানিয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি