ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এক কোটি ৪০ লাখ টাকার বিদেশী মুদ্রাসহ দুই বাংলাদেশী যাত্রী আটক

প্রকাশিত : ১০:৩৮, ২৩ জুন ২০১৬ | আপডেট: ১০:৩৮, ২৩ জুন ২০১৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কোটি ৪০ লাখ টাকার বিদেশী মুদ্রাসহ দুই বাংলাদেশী যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বুধবার সন্ধ্যায় মালয়েশিয়াগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে তাদের আটক করা হয়। পরে রাতে, এপিবিএন-এর সহকারি কমিশনার তানজিয়া সুলতানা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহবশত তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে এক কোটি ৪০ লাখ টাকার সৌদি রিয়াল, আরব আমিরাতের দিরহাম ও মালয়েশিয়ার রিঙ্গিত উদ্ধার করা হয়। এই পাচার চক্রে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি