ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইউরোপীয় ইউনিয়নে থাকা, না থাকা নিয়ে বৃটেনের গণভোট আজ

প্রকাশিত : ১০:৪৩, ২৩ জুন ২০১৬ | আপডেট: ১৪:৪৪, ২৩ জুন ২০১৬

ইউরোপীয় ইউনিয়নে থাকা, না থাকা নিয়ে যুক্তরাজ্যে গণভোট চলছে। বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে রাত ৩টা পর্যন্ত। একপক্ষের দাবি. ইইউ ছাড়লে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে। আরেক পক্ষ বলছে, জোট না ছাড়লে স্বকীয়তা হারাবে ব্রিটেন। শুক্রবার ভোটের ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে। ব্রিটেনের ভবিষ্যত পথচলার সিদ্ধান্ত গ্রহণে এই ভোট। ব্রিটেন ইউরোপিয় ইউনিয়নে থাকবে, না কী এককভাবে হাঁটবে সেই সিদ্ধান্তই দেবেন ভোটাররা। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের পাশাপাশি স্পেন উপকূলে ব্রিটিশ শাসিত জিব্রাল্টারের অধিবাসীরা এই গণভোটে রায় দেবেন। সব মিলিয়ে ভোটার সংখ্যা প্রায় ৪ কোটি ৬৫ লাখ। দীর্ঘ চার মাস ধরে চলে ইইউতে থাকার পক্ষে- বিপক্ষের প্রচারণা। ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে যারা প্রচার চালাচ্ছেন, তাদের আলোচনার কেন্দ্রে রয়েছে অভিবাসনের বিষয়টি। ইইউ’র শর্ত মতো ভিসামুক্ত চলাচলের সুবিধা কাজে লাগিয়ে ইউরোপের অন্য দেশ থেকে কেউ যাতে অবাধে যুক্তরাজ্যে বসবাস করতে না পারে, সেদিকেই বেশি জোর দিচ্ছেন তারা। অপরদিকে যারা ইইউতে থাকার পক্ষে, তাদের প্রচারের ভিত্তি অর্থনীতি। তাদের মতে, ইইউ থেকে বেরিয়ে গেলে ৫০ কোটি মানুষের বাজার হারাবে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও ইইউতে থাকার পক্ষে। বিশ্লেষকদের মতে, গণভোটের ফল যাই হোক, এর প্রভাব পড়বে ব্রিটেনের আগামী প্রজন্মের উপর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি