ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬:৩২, ২৩ জুন ২০১৬ | আপডেট: ১৬:৩২, ২৩ জুন ২০১৬

আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলোর পক্ষ থেকে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তোফায়েল আহমেদ দলের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে। যেকোন মূল্যে সন্ত্রাস জঙ্গীবাদ নির্মূল করা হবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি