ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিক সন্তোষ মন্ডল শেষবারের মতো শ্রদ্ধায় ভালোবাসায় সিক্ত

প্রকাশিত : ১৪:৫৪, ২৪ জুন ২০১৬ | আপডেট: ১৪:৫৪, ২৪ জুন ২০১৬

Ekushey Television Ltd.

সাংবাদিক সন্তোষ মন্ডল শেষবারের মতো সিক্ত হলেন সহকর্মীদের শ্রদ্ধায় ভালোবাসায়। শুক্রবার সকাল তার মরদেহ যুক্তরাষ্ট্র থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছে। সেখান থেকে নিয়ে আসা হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গনে। এখানে তার প্রতি শ্রদ্ধা জানান, ক্রাইম রিপোর্টার্স ইউনিটি ক্র্যাব-ডিআরইউ’র সদস্য ও সহকর্মীরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির এই প্রাঙ্গনেই আড্ডা দিয়েছেন সাংবাদিক সন্তোষ মন্ডল। তিনি আবারো এলেন। কিন্তু প্রাণশূন্য। শোকে বিহবল সাথীদের চোখের অশ্রু। দৈনিক রূপালী, দৈনিক সংবাদ, দৈনিক মুক্তকণ্ঠ, চ্যানেল আই, ডেইলি সান ও অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডি ডটকমে সাংবাদিকতা করেন সন্তোষ মন্ডল। সাংবাদিক সংগঠনগুলোর পাশাপাশি পুলিশ বাহিনী আর প্রধানমন্ত্রীর প্রেস উইং এর শ্রদ্ধাও মিলল তার শেষ যাত্রায়। সন্তোষ মন্ডল বেঁচে থাকবেন তার কর্মনিষ্ঠায় এমনটাই উঠে আসে সহকর্মীদের কান্না ভেজা কন্ঠে। গত ২০ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরলোক গমন করেন সন্তোষ মন্ডল। ৫০ বছর বয়সী এই সাংবাদিক রেখে গেছেন দুটি সন্তান আর অসংখ্য গুণগ্রাহী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি