ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাজেটের সম্ভাব্য আকার ৪ লাখ ৬৮ হাজার ২শ কোটি টাকা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ৩ জুন ২০১৮ | আপডেট: ১২:২৮, ৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আগামী অর্থবছরের জন্য বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২শ’ কোটি টাকা। অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ৮ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। বাজেট ঘাটতি থাকছে ৫ শতাংশের কাছকাছি। আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসাবে আবুল মাল আব্দুল মুহিতের দশম, আর দ্বিতীয় মেয়াদে বর্তমান সরকারের পঞ্চম এ’ বাজেট আগামী ৭ জুন সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী।

২০১৮-১৯ অর্থবছরে বাজেটের আকার প্রায় ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকা। লক্ষ্য থাকছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭ দশমিক  ৮ শতাংশে উন্নীত করার। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে, মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ।

মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা।

বাজেটে আয়ের পাশাপাশি উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা। তবে, জীবনযাত্রার ব্যয় নির্বাহে যাতে চাপ না পড়ে, সেজন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বরাদ্দ বাড়ছে।

সাধারণ মানুষের জন্য বাজেটের সুফল নিশ্চিত করতে, মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব শুধু কথামালায় সীমাবদ্ধ না রেখে, এ’ সংক্রান্ত পদক্ষেপ বাস্তবায়নের পরামর্শ দিলেন বিশ্লেষকরা।

বাজেটে ঘাটতি থাকছে প্রায় ১ লাখ ২৭ হাজার ৪শ’ ৩০ কোটি টাকা। ঘাটতির ৬০ হাজার কোটি টাকা মিলবে বৈদেশিক সহায়তা থেকে।

সব মিলিয়ে আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রেখে এবারের বাজেট হবে জনবান্ধব- এমনটাই প্রত্যাশা সবার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি