ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইউরোপীয় ইউনিয়নকে বিদায় জানালো যুক্তরাজ্য

প্রকাশিত : ১৮:৪৬, ২৪ জুন ২০১৬ | আপডেট: ১৮:৪৬, ২৪ জুন ২০১৬

শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নকে বিদায় জানালো যুক্তরাজ্য। ঐতিহাসিক গণভোটের পর ইইউ ছাড়ার পক্ষে রায় দিয়েছে দেশটির বেশিরভাগ জনগণ। জোট ছাড়ার পক্ষে ভোট পড়েছে ৫২ শতাংশ। আর ছাড়ার বিপক্ষে পড়েছে ৪৮ শতাংশ ভোট। এ ঘটনার পর আগামী অক্টোবরেই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এছাড়া, গণভোটের প্রভাবে বৃটিশ মুদ্রায় ধস নেমেছে। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের সাথে চার দশকের সম্পর্ক রাখবে কি রাখবে না, তা নিয়ে যেমন উৎকণ্ঠা ছিলো, তেমনি ছিলো উত্তেজনা। এই নাটকীয়তায় গোটা ইউরোপের মানুষ কাঁপলেও, একই কাঁপুনি লেগেছে বিশ্বমঞ্চের কোটি দর্শকের। গণভোটের রায়ে শেষ পর্যন্ত ২৮ দেশের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষেই ঘোষণা এলো। ৪ কোটি ৬৫ লাখ ভোটারের রায় জানতে ভোট চলে টানা ১৫ ঘণ্টা। আগেই আভাস মিলছিলো হাড্ডাহাড্ডি লড়াইয়ের। ভোটের আগাগোড়া সে প্রমাণই মিলেছে। ৫২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয় ব্রেক্সিটাররা। তবে একেবারে পিছিয়েও ছিলো না ইইউতে থাকার পক্ষের দল। মোট ভোটের ৪৮ শতাংশ রিমেইনাররা। ভোট মানচিত্র বলছে, যুক্তরাজ্যের উত্তর অংশ অর্থাৎ স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড ইইউতে থাকার পক্ষে। বিপরীতে দেশের দক্ষিণের ইংল্যান্ড ও ওয়েলসের প্রায় পুরো অংশ জোট ছাড়ার পক্ষে। তবে সবখানেই ব্যবধান ছিলো কম। ভোটের ফলে চাপের মুখে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এদিকে জনরায়ে উল্লাস জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষের নেতারা দিনটিকে উল্লেখ করছেন যুক্তরাজ্যের স্বাধীনতা দিবস হিসেবে। যুক্তরাজ্য বেরিয়ে গেলেও ২৭ সদস্য দেশ নিয়ে জোটবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ইইউর প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। এরই মধ্যে ভোটের ফলের প্রভাবে অস্থিরতা দেখা দিয়েছে যুক্তরাজ্যের মুদ্রা বাজারে। ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ডলারের বিপরীতে পাউন্ডের সবচেয়ে বেশি দর পতন ঘটেছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি