ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দুদি সেলাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন আন্দ্রিয়াস সেপ্পি

প্রকাশিত : ১৮:৪২, ২৪ জুন ২০১৬ | আপডেট: ১৮:৪২, ২৪ জুন ২০১৬

অ্যাগন ওপেন টেনিসে দুদি সেলাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন আন্দ্রিয়াস সেপ্পি। শিরোপার দৌঁড়ে দুদি সেলার বিপক্ষে জয় পেয়েছেন ২-১ ব্যবধানে। প্রথম সেটে ৭-৫ ব্যবধানে এগিয়ে যান ৩১ বছর বয়সী সেলা। পিছিয়ে থেকে দ্বিতীয় সেটেই খেলার গতি বাড়ান আন্দ্রিয়াস। দ্বিতীয় সেটে ৬-৪ ব্যবধানে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি। তৃতীয় ও শেষ সেটে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে জয় পান ইতালিয়ান তারকা আন্দ্রিয়াস সেপ্পি। সেই সাথে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি