ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে লিফট ছিঁড়ে অগ্নিকাণ্ডে নিহত ৭

প্রকাশিত : ১০:৫৪, ২৫ জুন ২০১৬ | আপডেট: ১০:৫৪, ২৫ জুন ২০১৬

রাজধানীর উত্তরায় একটি মার্কেটের লিফট ছিঁড়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। শনিবার ভোরে আহত অবস্থায় চিকিৎসাধীন ঐ মার্কেটের সহকারী জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসানের মৃত্যু হয়। এ ঘটনায় একই পরিবারের দুই জনসহ দগ্ধ ও আহত হয়েছে কমপক্ষে ২৪ জন। এর আগে গতকাল সন্ধ্যায় ১৬তলা ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের লিফট ছিঁড়ে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে পাঁচ জনের নাম-পরিচয় জানা গেলেও, বাকি দু’ জনের পরিচয় মেলেনি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি