ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার ঘটনায় ৩ যুবক শনাক্ত

প্রকাশিত : ১৫:৩৫, ২৫ জুন ২০১৬ | আপডেট: ১৫:৫৪, ২৫ জুন ২০১৬

পুলিশ কর্মকর্তার স্ত্রী মিতু হত্যার ঘটনায় মোটরসাইকেল আরোহী ৩ যুবককে শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে আগামী দু’য়েকদিনের মধ্যেই আলোচিত এই হত্যাকাণ্ডের নাটকীয় মোড় নিতে পারে। এমনই আভাস পাওয়া গেছে চট্টগ্রামের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে। চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার ইকবাল বাহার বলেন, সবকিছু যাচাই বাছাই চলছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি