ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আজ মাঠে নামছে পর্তুগাল, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড সহ একাধিক দল

প্রকাশিত : ১৫:৩১, ২৫ জুন ২০১৬ | আপডেট: ১৫:৩১, ২৫ জুন ২০১৬

ইউরো ফুটবলের নকআউট পর্বে আজ মাঠে নামছে পর্তুগাল, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড সহ একাধিক দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে পোল্যান্ড। শেষ দশ ম্যাচে পোল্যান্ডের সঙ্গে মাত্র একটিতে জয় পেয়েছে সুইজারল্যান্ড। পরিসংখ্যানের দিক দিয়ে পিছিয়ে থাকলেও টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে ছাড় দিয়ে খেলতে নারাজ সুইসরা। এদিকে, রাত ১০টায় উত্তর আয়ারল্যান্ডের প্রতিপক্ষ ওয়েলস। আর ক্রোয়েশিয়া ও পর্তুগালের ম্যাচটি শুরু হবে রাত ১টায়। এই ম্যাচে প্রতিপক্ষ ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আরো এক ধাপ এগিয়ে যাওয়ার প্রত্যাশায় লড়বে ক্রিস্টিয়ানো রোনালদোরা। আর প্রতিপক্ষ হারাতে পুরো শক্তির দলই নিয়েই মাঠে নামবে ক্রোয়েশিয়া।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি