ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর যাত্রাবাড়ি থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেহাল দশা

প্রকাশিত : ০৯:৫২, ২৬ জুন ২০১৬ | আপডেট: ০৯:৫২, ২৬ জুন ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে শনির আখড়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই অংশটির এখন বেহাল দশা। বছর জুড়েই কাদা-পানিতে থৈ থৈ। প্রতিনিয়তই বিপদে পড়ছেন গাড়ির চালক ও সাধারণ যাত্রীরা। দ্রুত রাস্তা সংস্কারের দাবি তাদের। ঈদের আগেই সংস্কার কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। দেখলে মনে হতে পারে গ্রামের মেঠো পথ। যেখানে সব সময় থাকে বর্ষাকালের মত থৈ থৈ পানি আর কাদা। এ চিত্র খোদ রাজধানীর যাত্রাবাড়ি থেকে শনির আখড়া পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের। যেহেতু মহাসড়ক তাই রাতদিন চব্বিশ ঘন্টায় চলে সবধরনের যানবাহন, রাস্তার এমন বেহাল দশায় মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা। যাত্রাবাড়ীর মহাসড়কের পাশেই রাজধানীর অন্যতম পাইকারী সবজি ও মাছের বাজার। যে কারণে ঢাকার বাইরে থেকে আসা যানবাহনগুলোর চালকদের পড়তে হয় বিপত্তিতে। অনেক সময় বেকাদায় পড়ে গর্ত থেকে গাড়ি তুলতে আনা হয় রেকার, দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে দায়িত্বরত সার্জেন্টদের। দীর্ঘদিন ধরেই রাস্তার যে এ অবস্থা তা অজানা নয় ঢাকা দক্ষিণের মেয়রের। রাজধানীবাসীর ঈদযাত্রার আগেই সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি। শুধু আশ্বাসই নয় দ্রুত কাজ শুরুর দাবি স্থানীয়দের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি