ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা হবে কি-না, ভেবে দেখার সময় হয়েছে- স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪:১৩, ৯ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৪:১৩, ৯ ফেব্রুয়ারি ২০১৬

nasimবাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করায় পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা হবে কি-না, তা ভেবে দেখার সময় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তান ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক বিরূপ মন্তব্যের প্রতিবাদে সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর চৌদ্দ দলের যৌথ সভায় এ মন্তব্য করেন তিনি। মোহাম্মদ নাসিম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে পাকিস্তানের আচরণ ধৃষ্টতাপূর্ণ। এর আগে, গতকাল ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেনকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি