ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সারাদেশে ঈদ বাজারে ব্যস্ততা

প্রকাশিত : ১০:৩৯, ২৮ জুন ২০১৬ | আপডেট: ১০:৩৯, ২৮ জুন ২০১৬

রাজধানী আর বড় শহরগুলোতেই শুধু নয়, ঈদ বাজারের ব্যস্ততা সারাদেশেই। সাধ্যমতো নিজের ও প্রিয়জনের পছন্দ মেটাতে হিড়িক বিপনি বিতানগুলোতে। তবে চড়াদামের অভিযোগ ক্রেতাদের। ব্যবসায়ীরা আশা করছেন, এবার লাভের অঙ্কটা শেষ পর্যন্ত গিয়ে ভালোই ঠেকবে। দিনরাত চলছে ঈদের পোষাক তৈরির কাজ। ঈদ মৌসুমে কিশোরগঞ্জের ভৈরবে শতাধিক ছোট কারখানায় নিম্ন আয়ের মানুষের সাধ্যানুযায়ী নতুন পোশাক তৈরিতে ব্যস্ত প্রায় ৩ হাজার শ্রমিক। ক্রেতাদের চাহিদা মাথায় রেখেই আনা হয়েছে নতুন নতুন ডিজাইন, ঈদ বাজারে এগুলোর চাহিদাও বেশ। ভৈরবে ক্রেতাদের বেশি ভীড় মুলত নিউ মার্কেটেই। এছাড়া মধ্যবিত্তরা পৌর হকার্স মার্কেট এবং ফুটপাতের পসরা থেকে পছন্দের নতুন ডিজাইনের পোশাক বেছে নিচ্ছেন নিম্ন আয়ের মানুষ। মেহেরপুরের মার্কেটগুলোতে ভারতীয় পোশাকের দাপটে কদর কমেছে দেশীয় পোশাকের। চটকদার নামের এসব পোশাক কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। আর ব্যবসায়ীরা বলছেন, শুল্কের কারণে আমাদানি করা পোশাকগুলোর দাম বাড়াতে হয়েছে। এদিকে জামালপুরের টেইলার্স পাড়ায় তুমুল ব্যস্ততা। রেডিমেট কাপড়ের দাম বেশি এবং মান পছন্দসই না হওয়াই টেইলার্সে ঝুকছেন অনেক ক্রেতাই। এবারের ঈদবাজারে শাড়ির বদলে মেয়েদের অনেকেই ঝুঁকছেন বাহারী থ্রী-পিসের দিকে। গরমের কারণে চাহিদা বেড়েছে সূতি কাপড়েরও।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি