ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা রপ্তানী প্রক্রিয়াজাতকরন এলাকায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন শ্রমিকদের

প্রকাশিত : ১৪:২১, ৯ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৪:৩০, ৯ ফেব্রুয়ারি ২০১৬

garmentsবেতন বৃদ্ধির দাবিতে ঢাকা রপ্তানী প্রক্রিয়াজাতকরন এলাকায় দুটি পোশাক কারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, বিদেশী মালিকানাধীন রেড় পয়েন্ট ও কুইন সাউদ ফ্যাশনের প্রায় ১০ হাজার শ্রমিক সকাল থেকে উৎপাদন বন্ধ রাখে। দাবি মানা না হওয়া পর্যন্ত কাজে ফিরে যাবেনা বলে জানিয়েছে তারা। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি