ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ছয় পলাতক রাজাকারের বিরুদ্ধে একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার শুরু

প্রকাশিত : ১৩:১৮, ২৮ জুন ২০১৬ | আপডেট: ১৩:১৮, ২৮ জুন ২০১৬

গাইবান্ধার সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় পলাতক রাজাকারের বিরুদ্ধে একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার শুরু হয়েছে। সকালে এ আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধে গণহত্যা, হত্যা, আটক, অপহরণ, লুণ্ঠন ও নির্যাতনের তিনটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে ঐ ছয় জনের বিরুদ্ধে। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষী উপস্থাপনের জন্য ২রা অগাস্ট দিন ঠিক করে দিয়েছে। আসামিদের অনুপস্থিতিতেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ দিন ধার্য করা হয়। ঘোড়ামারা আজিজ ছাড়া অন্য আসামিরা হলেন- রুহুল আমিন ওরফে মঞ্জু, আব্দুল লতিফ, আবু মুসলিম মোহাম্মদ আলী, নাজমুল হুদা ও আব্দুর রহিম মিঞা ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি