জয়পুরহাটে টার্মিনাল নির্মান হলেও ব্যবহার হয়না, যত্রতত্র ট্রাক থামিয়ে মালামাল ওঠানামা দুর্ভোগে শহরবাসী
প্রকাশিত : ১৪:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৪:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০১৬
নির্মাণের এক যুগের বেশি সময় পার হলেও, ব্যবহার হয় না জয়পুরহাটের কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। শহরের মূল সড়কেই যত্রতত্র ট্রাক থামিয়ে মালামাল ওঠানামা করা হয়। এ’কারণে যানজটে দুর্ভোগ পোহাতে হয় শহরবাসীকে।
২০০২ সালে ৬ একর জমির উপর গড়ে তোলা হয় জয়পুরহাট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। অথচ ব্যবহার হয় না মোটেও। বরং শহরের রাস্তাগুলোতে যত্রতত্র ট্রাক দাঁড় করিয়ে উঠানো- নামানো হয় মালামাল। আর যানজটে ভোগান্তি পোহাতে হয় পথচারীদের।
একাধিকবার উদ্যোগ নেয়া হলেও টার্মিনালটি ব্যবহারে পরিবহন শ্রমিকরা আগ্রহ দেখান না। শ্রমিক নেতারা বললেন, ট্রাক মালিকরাই টার্মিনালের বাইরে ট্রাক রাখতে বলেন।
তবে, ট্রাক টার্মিনাল ব্যবহারে উদ্বুদ্ধ করতে পদক্ষেপ নেয়ার কথা জানালেন এই জনপ্রতিনিধি।
শহর যানজট মুক্ত রাখতে ট্রাক টার্মিনাল ব্যবহারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে নগরবাসী।
আরও পড়ুন