ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইংল্যান্ডের ফুটবল তারকা ফিল বার্ডসলের জন্মদিন আজ

প্রকাশিত : ১৯:৩২, ২৮ জুন ২০১৬ | আপডেট: ১৯:৩২, ২৮ জুন ২০১৬

ফিল বার্ডসলে ইংল্যান্ডে জন্ম গ্রহণকারী স্কটল্যান্ডের ফুটবলার। বর্তমানে খেলছেন স্টোক সিটির হয়ে। ১৯৮৫ সালের আজকের দিনে জন্ম গ্রহণ করেন এ ফুটবলার। পুরো নাম ফিল এন্থনি বাডর্সলে। ১৯৮৫ সালের ২৮শে জুন ইংর‌্যান্ডের সলফোর্ডে জন্ম গ্রহণ করেন ৫ ফিট এগার ইঞ্চি লম্বা এ ফুটবল তারকা। খেলেন রক্ষণভাগে। ১৯৯৩ সালে কার্লেসটোন ক্লাবের হয়ে খেলা শুরু করেন বার্ডসলে। এরপর সে বছরই যোগদেন ম্যানচেস্টার যুব দলে। সেখানে ১০ বছর খেলে ২০০৩ সালে জায়গা করে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের মুল দলে। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। নিজেন দক্ষতা ও ক্রীড়া নৈপূণ্য দিয়ে তৈরী করেছেন হাজারো ভক্ত সমর্থক। ম্যান ইউতে খেলার সময় ২০০৪ সালে ধারে খেলেন রয়েল এন্টওয়ার্পে। ২০০৬ সালে ধারে খেলেন বার্নলে ও রেঞ্জার্সের হয়ে। পরের বছর ধারে খেলেন অ্যাস্টন ভিলায়। আর  ২০০৭ ও ২০০৮ সালে ধারে খেলেন সেফিল্ড ইউনাইটেডে। ২০০৮ সালে যোগ দেন সান্দারল্যান্ডে। টানা ৬ বছর খেলে ২০১৪ সালে যোগ দেন বর্তমান ক্লাব স্টোক সিটিতে। এখনো এ ক্লাবের হওেয়ই মাঠ মাতাচ্ছেন ফিল বার্ডসলে। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও নৈপূণ্যের স্বাক্ষর রেখেছেন ফিল বার্ডসলে। ২০১০ সালে স্কটল্যান্ড জাতীয় দলে সুযোগ পান এ কুশরী ফুটবলার। এরপর থেকে দলের নিয়মিত খেলোয়াড়ই হয়ে রয়েছেন ফিল বার্ডসলে। ২০১৪ সালে তারকা মডেল তানিয়া রবিনসনকে বিয়ে করেন ফিল বার্ডসলে। বর্তমাতে তার ঘরে তিন সন্তান রয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি