ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

২০৩০ সালের মধ্যে বিশ্বে পাঁচ বছরের নিচে ৬ কোটি ৯০ লাখ শিশুর মৃত্যু হবে শঙ্কা জানানো হয়েছে ইউনিসেফের প্রতিবেদনে

প্রকাশিত : ১৯:২২, ২৮ জুন ২০১৬ | আপডেট: ১৯:২২, ২৮ জুন ২০১৬

বিশ্বব্যাপী বৈষম্য দূর করা না হলে ২০৩০ সালের মধ্যে বিশ্বে পাঁচ বছরের নিচে ৬ কোটি ৯০ লাখ শিশুর মৃত্যু হবে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা - ইউনিসেফের প্রতিবেদনে এ শঙ্কা জানানো হয়েছে। বলা হয়েছে, এই সময়ের মধ্যে ১৬ কোটি ৭০ লাখ শিশু চরম দারিদ্র্যসীমার নিচে বাস করতে পারে। এছাড়া, ৬ কোটি শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হবে এবং ৭৫ কোটি শিশু বাল্যবিবাহের শিকার হবে। দারিদ্র, যুদ্ধ, সহিংসতা। রাজনীতি কিংবা অর্থনীতির কালো ছায়া ভয়াবহভাবে গ্রাস করছে শিশুদের। সঠিকভাবে বেঁচে থাকা ও বিকাশের অধিকার থেকে বঞ্চিত ভবিষ্যতের কান্ডারীরা। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদনে বিশ্বব্যাপী শিশুদের অবস্থান তুলে ধরে বলা হয়েছে, বৈষম্য দূর করতে না পারলে ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৬ কোটি ৯০ লাখ শিশু ৫ বছর পূর্ণ হওয়ার আগেই মারা যাবে। এর অর্ধেকই আফ্রিকান। গেলো বছর অ্যাঙ্গোলায় প্রতি এক হাজার জনের মধ্যে ১৫৭ জন ৫ বছরের কম বয়সী শিশুর মৃত্যু হয়। একই অবস্থা চাদ ও সোমালিয়ায়। প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সাল নাগাদ চরম দারিদ্রে বাস করবে ১৬ কোটি ৭০ লাখ শিশু। বাল্যবিবাহের শিকার হবে ৭৫ কোটি শিশু। ইউনিসেফ বলছে, ২০১১ সালের পর থেকে ৬ থেকে ১১ বছরের শিশুদের স্কুল ছাড়ার প্রবণতা বাড়ছে। বর্তমানে বিশ্বের ১২ কোটি ৪০ লাখ শিশুই স্কুলে যায় না। প্রতি ৫ জনের মধ্যে দুই জন প্রাথমিক শিক্ষা শেষ করলেও মানসম্মত নয়। এই দারিদ্র ও মৃত্যুর হার কমাতে পারে শিক্ষা খাতে বিনিয়োগ। প্রতিবেদনে এ কথা জানিয়ে বলা হয়েছে, অবহেলিত শিশু নিয়ে সঠিক তথ্য সংগ্রহ ও বৈষম্য দূর করে আর্থিক সহায়তার মাধ্যমেও সমাধান সম্ভব।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি