ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে যাত্রীবাহি বাসের ধাক্কায় মা ও ছেলেসহ ৩ জন নিহত

প্রকাশিত : ১৫:১৯, ৯ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:১৯, ৯ ফেব্রুয়ারি ২০১৬

t accidentটাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় মা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গাঙ্গাইরে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী যাত্রীবাহি বাস গাঙ্গাইরে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যান চালক ও ভ্যানে থাকা তার মা ঘটনাস্থলেই মারা যান। আহত অপর যাত্রী আশরাফুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপসাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি