‘ঘরে বাইরে’ চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে হিন্দীতে
প্রকাশিত : ১৭:১৯, ৩০ জুন ২০১৬ | আপডেট: ১৭:১৯, ৩০ জুন ২০১৬
বিশ্বখ্যাত চলচ্চিত্রকার সত্যজিত রায় ১৯৮৪ সালে রবিন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসে নির্মান করেন ‘ঘরে বাইরে’ চলচ্চিত্র । যা সেই সময়ে দুর্দান্ত ক্লাসিক ছবির মর্যাদার মাত্রা পায়। সেই ‘ঘরে বাইরে’ চলচ্চিত্র এবার নির্মাণ করা হচ্ছে হিন্দীতে। ছবির নাম দেয়া হয়েছে অর্ধাঙ্গিনী। ভারতে আগামীকাল ছবিটি মুক্তি পাবে।
বাঙালীর প্রাণের কবি রবীন্দ্রনাথ। সেই কবি গুরুর লেখা যখন কোনো চলচ্চিত্রে রুপান্তর করা হয় তখন বাঙালীর আবেগ ও আগ্রহের মাত্রাটা একটু বেশীই থাকে। ৮০’ দশকের মাঝামাঝি সময়ে সত্যজিত রায় রবীন্দ্রনাথের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ‘ঘরে বাইরে’ চলচ্চিত্র নির্মাণ করেন। নিখুঁত পরিচালনা। সৌমত্রি চট্টোপাধ্যায়, স্বাতীলখো সেনগুপ্ত, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয় সব মিলিয়ে ক্লাসিক ছবির মাত্রা পায় ‘ঘরে বাইরে।
আবার বড় র্পদায় ফিরছে রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’। তবে বাংলায় নয়, এবার হিন্দিতে। ছবির নাম ‘র্অধাঙ্গিনী- এক র্অধসত্য’৷ পরিচালনা করেছেন রীমা মুখোপাধ্যায়৷ ছবির বিষয়বস্তু নারীমুক্তি।
ছবিতে বিমলা, সন্দীপ, নিখিলিশের চরিত্রের মুখ বদলে গেলেও মাস্টারমশাইয়রে চরিত্রে রয়েছেন সেই মনোজ মিত্র। যিনি সত্যজিতের ‘ঘরে বাইরে ছবিতেও একই চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির সঙ্গে যেহেতু বাঙালীর স্মৃতি এবং আবেগ জড়িয়ে রয়েছে তাই ‘হিন্দী তে তৈরী করাটা পরিচালকের কাছে একটা বড চ্যালঞ্জে। দর্শক ছবিটিকে কতটা আপন করে নিবে তাঁর জন্যই দিন গুনছেন রীমা মুখোপাধ্যায়-সহ ‘র্অধাঙ্গিনী- এক র্অধসত্য’র গোটা ইউনটি।
আরও পড়ুন