
চট্টগ্রামের পূর্ব মাদারবাড়িতে মা-ছেলে হত্যার পাঁচবছর পর ঘটনার মূল আসামি মো. রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।
ভোরে কর্ণফুলীর বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দুপুরে পিআইবি কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ২০১১ সালের ২রা ডিসেম্বর ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ি এলাকার সিআরবি বস্তিতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা করে কিছু মাদক ব্যবসায়ী। ঘটনার মূল আসামি রুবেল এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও পাঁচ বছর পর তাকে গ্রেফতার করে পিআইবি পুলিশ। ঘটনার সাথে জড়িত আরো কয়েকজনকে আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।