ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে বেড়েছে মৌসুমী ভিক্ষুক

প্রকাশিত : ১০:১১, ১ জুলাই ২০১৬ | আপডেট: ১০:১১, ১ জুলাই ২০১৬

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় বেড়েছে মৌসুমী ভিক্ষুকদের উৎপাত। প্রধান প্রধান সড়ক, পাড়া মহল্লার অলি-গলি এবং কবরস্থান সর্বত্রই দল বেধে ভিক্ষা করছে তারা। সমাজসেবা অধিদপ্তর বলছে, ভিক্ষাবৃত্তি বন্ধে অভিযান চলছে। প্রয়োজনে নেয়া হবে আরো কঠোর ব্যবস্থা। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ্য ও সক্ষম সাঈদ আলী। ঈদকে সামনে রেখে মোটা অংকের টাকা আয় করার উদ্দেশ্যেই কুমিল্লা থেকে ছুটে এসেছে ঢাকায়। আজিমপুর গোরস্থানসহ আশপাশের এলাকায় ঘুরে ঘুরে ভিক্ষা করে সে। তার মত আরেক জন রমজান মিয়া। মৌসুমী ভিক্ষুক সেজে সেও এসেছে বগুড়া থেকে। এদের মতো বিভিন্ন বয়সী, এমনি হাজার হাজার ভিক্ষুক ভারি করে তুলেছে রাজধানীর রাজপথ। গুলশান-বনানীসহ বিভিন্ন স্থানে উৎপাত চালাচ্ছে তারা। জোর করে গাড়ি থামিয়ে ভিক্ষা চাওয়াই তাদের স্টাইল, যেনো কবেকার পাওনাদার। সমাজসেবা অধিদপ্তর বলছে, ভিক্ষা দিয়ে এসব ভিক্ষুককে রাজধানীবাসিই উৎসাহিত করছে। তিনি আরো বলেন, মৌসুমী ভিক্ষুক দমনে অভিযান চলছে। এছাড়া, আটকদের আশ্রমে রেখে পূনর্বাসনও করা হচ্ছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি