প্রার্থী সমর্থকদের প্রচারণায় সরগরম গাজীপুর [ভিডিও]
প্রকাশিত : ২০:৩৯, ১৯ জুন ২০১৮
মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম গাজীপুর। পথসভায় ভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন আওয়ামী লীগ প্রার্থী। আর নির্বাচনে আবারো সেনা মোতায়েন চেয়েছেন বিএনপি প্রার্থী।
ভোটাররা বলছেন, যিনি গাজীপুরকে উন্নত-আধুনিক নগরীতে পরিণত করতে পারবেন তাকেই নগর পিতা হিসেবে বেছে নেবেন তারা।
প্রচার-প্রচারণার দ্বিতীয় দিনের সকাল থেকেই বৃষ্টি। আষাঢ়ের বৃষ্টি কিছুটা বাধা হয়ে দাঁড়ালেও বৃষ্টি থামলে প্রচারে নামেন প্রার্থীরা।
মাঠে নামেন মেয়র প্রার্থীরা। গণসংযোগ পথসভা চলে দিনভর। আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম কাশিমপুর এলাকায় গণসংযোগ করেন।
তিনি বলেন, সরকার ও আওয়ামীলীগকে বেকায়দায় ফেলতে নানামুখী ষড়যন্ত্র চলছে। নৌকায় ভোট দিয়ে সেই ষড়যন্ত্রের জবাব নগরবাসীর প্রতি আহ্বান জানান জাহাঙ্গীর আলম।
বোর্ডবাজার ও গাছা এলাকায় বেশ কয়েকটি পথসভা করেন বিএনপি প্রার্থী হাসানউদ্দিন সরকার। নির্বাচন সুষ্ঠু করতে আবারো সেনা মোতায়েনের দাবি জানান তিনি।
এদিকে সব দলের প্রার্থী সমর্থকদের প্রচার-প্রচারণায় সরগরম নগরী। শান্তিপূর্ণ পরিবেশে স্বস্তিতে নগরবাসী। ২৬ জুন ভোট উৎসবের অপেক্ষায় নগরবাসী।
আরও পড়ুন