ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়নের লড়াইয়ে দুই দলেই তীব্র প্রতিদ্বন্দ্বীতার আভাস

প্রকাশিত : ১৬:২১, ৯ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:২৭, ৯ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়নের লড়াইয়ে এবার নিউ হ্যাম্পশায়ার। ডেমোক্রেট ও রিপাবলিকান- দুই দলেই তীব্র প্রতিদ্বন্দ্বীতার আভাস মিলছে। নির্বাচনী জরিপও বলছে একই কথা। ডেমোক্রেটিক দল থেকে এখানে হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে এগিয়ে আছেন বার্নি স্যান্ডার্স। অন্যদিকে রিপাবলিকান দলে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। us electionআইওয়া থেকে নিউ হ্যাম্পশায়ার। দূরত্ব যতই হোক, ভোটের মাঠে হিসেব-নিকেশের পার্থক্যটা পরিস্কার। ডেমোক্রেট ও রিপাবলিকান- দুই শিবির থেকে কারা শীর্ষে থাকবেন, তা নির্ধারণ করতে চলছে ভোটাভুটি। আভাস মিলেছে হাড্ডাহাড্ডি লড়াইয়েরও। আইওয়ার ভোটাভুটি অনেকখানি পাল্টে দিয়েছে নির্বাচনের চিত্র। ডেমোক্রেট শিবির থেকে খুব সামান্য ব্যবধানে জিতেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। কিন্তু নির্বাচনী জরিপ বলছে, নিউ হ্যাম্পশায়ারের লড়াইয়ে হিলারিকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। ৫৮ শতাংশ সমর্থনই পাচ্ছেন তিনি। আর হিলারি সেখানে পেতে পারেন ৩৫ শতাংশ ভোট। এদিকে আইওয়ায় রিপাবলিকান দলের টেড ক্রুজ সমর্থন পেলেও, নিউ হ্যাম্পশায়ারে এগিয়ে ডোনাল্ড ট্রাম্পই। জরিপ বলছে, ৩৩ শতাংশ ভোট পড়তে পারে ট্রাম্পের ঝুলিতে; টেড ক্রুজ পেতে পারেন ১৪ শতাংশ ভোট। অন্যদিকে পিছিয়ে নেই ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও, ১৬ শতাংশ ভোট পেতে পারেন তিনিও। তবে জরিপের তথ্য কতখানি বাস্তব হবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে ভোটাভুটি শেষ হওয়া পর্যন্ত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি