ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজধানীর গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩:৫৮, ৪ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৫৮, ৪ জুলাই ২০১৬

রাজধানীর গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর্মি স্টেডিয়ামের অস্থায়ী বেদীতে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী নিহতদের স্বজন সমবেদনা জানান। কথা বলেন বিদেশী কুটনীতিকদের সঙ্গেও। পরে ভারত, ইতালি, জাপান, ও যুক্তরাষ্ট্রের কুটনীতিকরাও নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গিদের নৃশংসতায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রদি শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে, ছিলো শোকের আবহ। রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তাদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী, শেখ হাসিনা। দেশ-বিদেশের নিহতদের শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী যান দুঃখ ভারাক্রান্ত স্বজদের কাছে। সরকার প্রধানকে কাছে পেয়ে প্রিয়জন হারানোর আবেগ ধরে রাখতে পাচ্ছিলেন না তারা। আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রীও। হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলায় যেসব দেশের নাগরিকরা নিহত হয়েছেন, সেসব দেশের কুটনীতিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় কোন কোন রাষ্ট্রদূতকে চোখ মুছতে দেখা যায়। পরে তারা নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। অস্থায়ী বেদীতে একে একে ফুল দেন ভারতের হাইকমিশনার, ইতালী, জাপান ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা। জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন তারা। বিভিন্ন দেশের কুটনীতিকদের সম্মিলিত দলের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নিজস্ব ধমীয় রীতিতে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি