ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

রিও অলিম্পিকে সরাসরি অংশ নিবে বাংলাদেশী গলফার সিদ্দিকুর

প্রকাশিত : ১৪:১৩, ৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:১৩, ৫ জুলাই ২০১৬

ব্রাজিলে অনুষ্ঠেয় রিও অলিম্পিকে সরাসরি অংশ নেয়ার সুযোগ তৈরী হয়েছে বাংলাদেশী গলফার সিদ্দিকুরের। র‌্যাংকিংয়ে হঠাৎ বড় কোন পরিবর্তন না হলে বাংলাদেশের হয়ে অলিম্পিকে মাঠ মাতাতে দেখা যাবে দেশের এই কৃতি গলফারকে। জুলাইয়ের ১১ তারিখ পর্যন্ত ৬০ র‌্যাংকিংয়ে ৬০ এর মধ্যে থাকলেই সরাসরি অলিম্পিক গেমসে অংশ নেবেন সিদ্দিকুর। বর্তমানে তাঁর র‌্যাংকিং ৫৫। সম্প্রতি চীনা তাইপের টুর্নামেন্টে ৫৯তম হওয়ার পর রিও অলিম্পিকে অংশ নেয়া অনেকটাই নিশ্চিত হয়েছে সিদ্দিকের। রিও অলিম্পিকে অংশ নেয়ার আগে থাইল্যান্ডে একটি টুর্নামেন্টে অংশ নেবেন সিদ্দিক।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি